সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে ছাড়িয়ে ভারত

প্রকাশিত: ১১:২৬ এএম, নভেম্বর ২১, ২০১৪
একুশে সংবাদ : ২০১৪ শেষে ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে ছাড়িয়ে যাবে ভারত। সংস্থার ‘ইন্টারনেট ইন ইন্ডিয়া২০১৪’ শীর্ষক এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ ডিসেম্বর মাসের শেষে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হবে ৩০২ মিলিয়ন৷বর্তমানে আমেরিকায় ২৭৯ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং ভারতে ইন্টারনেট ব্যবহার করেন বর্তমানে ২৭৮ মিলিয়ন৷ রিপোর্টে আরও বলা হয়েছে, গ্রামীণ ভারতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০১৩ থেকে ২৭ শতাংশ বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১৭৭ মিলিয়ন৷২০১৪ শেষে সেই সংখ্যা হবে প্রায় ১৯০ মিলিয়ন। রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০ থেকে ৩০০ মিলিয়নে পৌঁছবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত,ইন্টারনেট ব্যবহারে চিন বিশ্বে সর্বপ্রথম৷চিনে প্রায় ৬০০ মিলিয়ন মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করেন। একুশে সংবাদ ডটকম/আর/২১-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1