সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিল্পকর্ম জীবনের কথা বলে

প্রকাশিত: ০৫:২৩ পিএম, নভেম্বর ১৯, ২০১৪
একুশে সংবাদ : মন বেড়ায় পাহাড়ের কোল বেয়ে। কখনো নিবিড় রূপালি আলোর জ্যোৎস্নায় সে উঠে বসে কর্ণফুলির মাঝখানে নৌকায়, আবার কখনো সে বৃষ্টিতে বনভূমিতে ছুটে চলে। হৃদয়ের মণিকোঠায় অনেক মুখ, অনেক গল্প লুকিয়ে থাকে। গল্পগুলো এক সময় বেরিয়ে আসে। ভূমি, পাহাড়, মানুষ, আলোর রূপরেখা আস্তে আস্তে উঁকি দেয়। কখন যেন একটি ক্যানভাস একটি গল্প হয়ে যায়। লাইফ ইজ হিয়ার অর্থাৎ এখানেই জীবন। শিল্পী কনক চাঁপা চাকমার শিল্পকর্মে এরকমই জীবনের কথা বলা হয়েছে। লাইফ ইজ হিয়ার’ চাকমা সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। চাকমা সম্প্রদায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার বাসিন্দা। শিল্পী কনক চাঁপা চাকমা তাদেরই একজন। কনকচা চাঁপা তার শিল্পকর্মে বাস্তবতা এবং কল্পনার এক নিগুঢ় মেলবন্ধন তুলে ধরেছেন। দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন চিরুনী, বোতল, পুঁথি ইত্যাদি চিত্রকর্মের অংশ হিসেবে তুলে এনে মনে করিয়ে দেন ছোট্টবেলার হারিয়ে যাওয়া স্মৃতিকে। শিল্পীর ‘লাইফ ইজ হিয়ার’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী সম্প্রতি রাজধানীর বেঙ্গল আর্ট লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফিউগল এস্কেয়ার ও জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এবং শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বেঙ্গল আর্ট লাউঞ্জের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পরিচালক নওশিন খায়ের এবং ব্যবস্থাপক হেড্রিয়েন ডিয়েজ। পার্বত্য অঞ্চলের দৈনন্দিন জীবন ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহারের জন্য প্রশংসিত শিল্পী কনক চাঁপা চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, অসাধারণ শিল্পকর্মের সমারোহ- নানা মাপের, বিষয়ের এবং ঢঙের। এখানে শিল্পীর অপরিমেয় শৈল্পিক উন্নয়ন প্রকাশ পেয়েছে। নারীর অবয়ব, ঝুড়ি বহন কিংবা পুকুর পাড়ে স্বপ্নে বিভোরতা- একই সাথে প্রকাশ করে নারীর শক্তিমত্তা আর লাবণ্য। কনক চাঁপা তার শৈল্পিক অনুসন্ধানী চোখে পরখ করেন কি করে নারী তার ব্যক্তিগত ও সামাজিক পরিসরে পরিগমন করে চারপাশের সব কিছু আপন করে নিয়ে দৈনন্দিন জীবনের স্বার্থকতা খুঁজে পায়। এবারের প্রদর্শনীতে কল্পরাজ্যের চিত্র আছে। আদিবাসীদের জীবনের সঙ্গে প্রকৃতি ও রোদ্দুরের সরাসরি সখ্য রয়েছে। সেই রোদের খেলা একেক সময় একেক রকম দেখা যায়। আলো ও ছায়ার বৈচিত্র্যময়তা নানারূপে চিত্রকর্মে ফুটে উঠেছে। তিন সপ্তাহব্যাপী শিল্পী কনক চাঁপা চাকমার একক চিত্রপ্রদর্শনী চলছে রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল আর্ট লাউঞ্জে। প্রদর্শনী চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শক চিত্রপ্রদর্শনী উপভোগ করতে পারবেন। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1