সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোয়ান্টাম অব দ্য সিজ : প্রযুক্তির জাহাজ

প্রকাশিত: ০১:১৯ পিএম, নভেম্বর ১৯, ২০১৪
একুশে সংবাদ : কোয়ান্টাম অব দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের তৈরি এ জাহাজটি তৈরি করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সুচারু বিন্যাস ঘটিয়ে। প্রায় পাঁচ হাজার যাত্রী নিয়ে সাগরে ভাসতে পারবে এটি। জানা যায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম জাহাজ এটি। এর দৈর্ঘ্য এক হাজার ১৪১ ফুট। আর উঁচু ৩০০ ফুট। এই জাহাজে রয়েছে বায়োনিক বার আর রোবটিক বারটেন্ডার। ১৮টি ডেক আর ১৮টি রেস্তোরাঁ নিয়ে এ জাহাজ যেন এক ছোটখাটো শহর। সর্বাধুনিক প্রযুক্তির এ জাহাজের ধারণক্ষমতা এক লাখ ৬৭ হাজার ৮০০ টন। ১৮টি ডেক, দুই হাজার ৯০টি স্টেটরুম, ১৬টি গ্লাস এলিভেটর, চার হাজার ৯০৫ জন যাত্রী আর ক্রুর সংখ্যা দেড় হাজার। ডেকগুলোতে রয়েছে বার, রেস্টুরেন্ট, দোকান, শপিংমলসহ নানা প্রয়োজনীয় ব্যবস্থা। পিন থেকে বিয়ার পর্যন্ত একজন মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছুই মিলবে স্টোরগুলোতে। এ জাহাজে খাবার দেয়া হবে বিনামূল্যে; যা অন্য কোনো সমুদ্রযাত্রায় পাওয়া যায় না। খাবারের রেস্টুরেন্টগুলোও সারারাত খোলা থাকছে সেখানে। বিশাল এ জাহাজের বাইরের দিক থেকে ভেতরের অংশ বেশি আকর্ষণীয়। এতে রয়েছে আন্তর্জাতিক মানের এন্টারটেইনমেন্ট সিস্টেম। রয়েছে ভার্চুয়াল বারান্দার জানালাবিহীন কক্ষ। অথচ পরিষ্কার দেখা যায় চারদিকের সব মনোরম দৃশ্য। একজন মানুষের সর্বাধুনিক বিলাসবহুল জীবনযাত্রায় প্রয়োজনীয় সবকিছুই জোগান দেবে কোয়ান্টাম। বই, লাইব্রেরি, সুইমিংপুল, ইনডোর গেমের জন্য প্রয়োজনীয় স্পেস সবকিছুই আছে এতে। আধুনিক প্রযুক্তির সব সুযোগ সুবিধা একে অন্যরকম আকর্ষণীয় করে তুলেছে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1