সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেষ হলো লসঅ্যাঞ্জেলসের আবাসন মেলা

প্রকাশিত: ১১:০৯ এএম, নভেম্বর ১৯, ২০১৪
একুশে সংবাদ : 'প্রবাসে উপার্জন,স্বদেশে আবাসন' এই স্লোগান দিয়ে লসঅ্যাঞ্জেলসের নর্থ হলিউডের গারল্যান্ড হোটেলে অনুষ্ঠিত ৩ দিনের রিহ্যাব হাউজিং ফেয়ার সফল হওয়ায় সামনের বছরও এই সিটির লিটল বাংলাদেশে আবাসন মেলার ঘোষণা দিলেন রিহ্যাব কর্মকর্তারা । রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানে এই ফেয়ারের কো-চেয়ারম্যান শাকিল চৌধুরী বলেন, এ মেলায় বাংলাদেশ থেকে আগত প্রায় ৫০টি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার প্লট ও এপার্টমেন্ট। এটি ধারণার চেয়েও বেশী। তিনি বলেন, সামনের বছর একই সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্কে এবং শেষের দিকে এই সিটিতে রিহ্যাব ফেয়ার হবে।' লসঅ্যাঞ্জেলসের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা এ মেলায় বিপুলভাবে অংশ নেন বলে আয়োজকরা জানান। মেলা উপলক্ষে ডিসকাউন্ট ছিল ২০% পর্যন্ত। গৃহিনীরা এ সুযোগ নিয়েছেন পুরোদমে। এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে তার ৯ টা পর্যন্ত খোলা ছিলো। ফ্রি পার্কিং এবং মেলায় প্রবেশের জন্য কোন ফি দিতে হয়নি। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন মেলা আয়োজনে যারা আন্তরিকভাবে সহায়তা দিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। মেলার দ্বিতীয় দিনে নুতন প্রজন্মের বাচ্চাদের জন্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যার পুরস্কার প্রদান করা হয়েছে শেষ দিনে। মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান রবিউল হক জানান, আমরা ২০০০সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আবাসন মেলা করে আসছি। লসঅ্যাঞ্জেলসের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। অন্য শহরগুলোতে যখন বরফ পড়ে, তখনও এখানকার আবহাওয়া খুবই আরামদায়ক। ফলে প্রচুর প্রবাসী মেলায় আসতে পেরেছেন। আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এনআরবি নিউজ। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1