সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশে জঙ্গিদের

প্রকাশিত: ০৭:২৮ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশে জঙ্গিদের নবগঠিত জোট বাংলাদেশ জেহাদি গ্রুপের সঙ্গে ভারতের জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদীন' ও লস্কর-ই-তৈয়বার সাংগঠনিক যোগাযোগ রয়েছে।   আন্তঃদেশীয় জঙ্গি তৎপরতার অংশ হিসেবে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে পলাতক জেএমবি সদস্যরা অংশ নেয়।   সম্প্রতি গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের চার জঙ্গি গোয়েন্দাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব তৎপরতা বন্ধ করতে মাঠপর্যায়ে যৌথ টাস্ক ফোর্স গঠন করা জরুরি।   হরকাতুল জিহাদের ৪ সদস্য রফিক, উমর, নাদিম ও সুমনকে সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হুজি-বি'র অপারেশন উইং নেতা রফিক ও বোমা বিশেষজ্ঞ উমর গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে, ভারত ও বাংলাদেশ মিলিয়ে তৎপরতা চালাচ্ছিলো তারা।   ভারতের পশ্চিমবঙ্গে নিরাপদ আশ্রয় রয়েছে বলেও দাবি তাদের। 'ইসলামি হুকুমাত' কায়েমের লক্ষ্যে আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টায় আই এস-এর সঙ্গেও যোগাযোগের চেষ্টাও করছিলো তারা। দেশ টিভিকে এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।   এদিকে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পলাতক জেএমবি সদস্যদের পাশাপাশি লস্কর ই তৈয়বার যোগসাঁজশেরও প্রমাণ পেয়েছে ভারতের গোয়েন্দারা। ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ এবং দেশে জঙ্গি নেটওয়ার্কে নতুন জোট গঠনের খবরে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষক মে. জে. আব্দুর রশীদ।   এ অপতৎপরতা বন্ধে দুই দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের ওপর জোর দিন তারা। একুশে সংবাদ ডটকম/এফরান/৩১.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1