সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বর সেজে কনে বাড়িতে রেলমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
কুমিল্লা প্রতিনিধি: বেশ কয়েকদিন যাবত রেলমন্ত্রীর বিয়ে নিয়ে দেশের সর্বত্র তুমুল আলোচনা চলছে। সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে  মুজিবুল হক। ইতিমধ্যে বরযাত্রীরা কনের বাড়িতে গিয়ে পৌছেছেন। দেশের প্রথম পতাকাবাহী বর মুজিবুল হক মুজিব এমপি ও হনুফা আক্তার রিক্তার বিয়ে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামের মুন্সি বাড়িতে সম্পন্ন হবে। বিয়েতে মোহরানা ধার্য করা হয়েছে ৫ লাখ ১ টাকা। বিয়ের কাজ সম্পন্ন করবেন গল্লাই ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার মাওলানা কাজী মো. সিদ্দিকুর রহমান। এদিকে বিয়ে বাড়িতে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে ছয় স্তরের নিরাপত্তা বাহিনী। সেগুলোর মধ্যে বিশেষ ডিউটি পুলিশ, পুলিশের মোবাইল টিম, ডিএসবি, ট্রাফিক পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের কমপক্ষে ৬০ থেকে ৭০জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে রয়েছেন। চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধায়ন করছেন কুমিল্লার (উত্তর)  অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। বিয়ে বাড়ির প্রায় তিন শত গজ সামনে প্রথম গেইটে তল্লাশির পর অতিথিদের বিয়ে বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আমন্ত্রিত অতিথি ছাড়া উৎসুক কোনো ব্যক্তিকে বিয়ে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। বিয়েতে মন্ত্রী মুজিবুল হক মুজিবের পরনে আছে মেরুন রঙের সেরওয়ানী। বরের সঙ্গে স্পিকার, মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলমন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, কুমিল্লা মহানগরী, চৌদ্দগ্রাম ও ঢাকা মিলে সাত শতাধিক বর যাত্রী রয়েছে। বিয়ে বাড়ির সামনে তিনটি তোরণ করা হয়েছে। কনের বাড়িতে উভয় পক্ষ মিলে দেড় হাজার মানুষের খাবার আয়োজন করা হয়েছে। সূত্র আরো জানায়, বিয়েতে কোনো প্রকার গিফ্ট সামগ্রী বা নগদ অর্থ গ্রহণ করা হবে না। বর ও ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছে। ওই প্যান্ডেলেই বরের জন্য আলাদা স্টেজ। এই প্যান্ডেলের চারপাশে অতিথিদের জন্য সোফার ব্যবস্থা রয়েছে।   মন্ত্রীকে বহনকারী তার ব্যক্তিগত গাড়িটিই বরের গাড়ি হিসেবে সাজানো হয়েছে। বিয়ে বাড়িতে প্রবেশ গেইটের পাশেই ওই গাড়িটি পার্কিং করা করা হয়েছে। গেইটে কনের আত্মীয়-স্বজন ও শিশুরা বরকে অভ্যর্থনা জানিয়েছে। এ সময় তারা কাঁচা ফুলের মালা ও ফুলের তোড়া উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছে। বিয়ে বাড়ির সামনের রাস্তার আধা কিলোমিটার জুড়ে আলোক সজ্জা করা হয়েছে যা রাতে শোভাবর্ধন করেছে। বর ও ভিআইপি অতিথিদের জন্য একটি প্যান্ডেল, আত্মীয়-স্বজন ও অন্যান্য অতিথিদের জন্য একটি প্যান্ডেল এবং খাবারের আগে ও পরে অভ্যর্থনার জন্য আরও একটি প্যান্ডেলসহ মোট তিনটি প্যান্ডেলের ব্যাবস্থা করা হয়েছে। অভ্যর্থনা প্যান্ডেলে তিনটি আলাদা কক্ষ করা হয়েছে। একটিতে কোমল পানীয়, একটিতে কফি এবং অপরটিতে শাহী পানের ব্যবস্থা রয়েছে। জানা গেছে, বিয়ে বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করবে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১। এছাড়া জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে। একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1