সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ০৫:১৩ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। নগরীর মিশনপাড়ায় শুক্রবার সকাল পোনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিরিন (২৮) ও তার মেয়ে জয়তা (৬)। শিরিনের স্বামীর নাম মোহম্মদ সেলিম। তারা চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ট-১১-৫৬২৬) আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আগুন নেভোনোর জন্য ফায়ার সার্ভিসকে পুলিশের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও নিরাপত্তার অজুহাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসছেন না। এ কারণে এ রিপোর্ট লেখার সময় (বেলা সাড়ে ১১টা) পর্যন্ত ট্রাকটি জ্বলছিল। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের পিপিএম দ্য রিপোর্টকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের জন্য এএসপি (সার্কেল) আজিম আহসান একাধিকবার ওয়ারলেসের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের আসার অনুরোধ জানান। কিন্তু অপর প্রান্ত থেকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসতে অপরাগতা প্রকাশ করেন সায়ার সার্ভিস কর্মীরা। তাই পুলিশ সদস্যরাই ট্রাকের আগুন নেভানোর চেষ্টা করছেন।’ একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1