সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দ্বিতীয় টেস্ট : অপরূপ সাজে সেজেছে খুলনা

প্রকাশিত: ০৭:২৬ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
খুলনা প্রতিনিধি: বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে খুলনায়। দু'দল বৃহস্পতিবার পা রাখছে বিভাগীয় শহরটিতে। এ উপলক্ষেই যেন অপরূপ সাজে সেজেছে খুলনা সিটি।   মনে হয় যেন বরের অপেক্ষায় বসে থাকা কোন নতুন বধু। সারা অঙ্গে যার অপরূপ সাজের বাহার। সবাই যেন অপেক্ষায়, কখন আসবে বর! এই তো আসবে বলে। তেমনি এক অপেক্ষায় খুলনা। এখানে কিন্তু শুধু বরই আসবে না! বর-বধু দুপক্ষই আসছে ঢাকা থেকে।   ঢাকার মিরপুরের পর ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এবার খুলনায়। খুলনা পরিনত হয়েছে উৎসবের নগরীতে। জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত বিভাগীয় শহরটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামই নয় শুধু, পুরো শহরেই এখন সাজ সাজ রব। সবখানেই পরিচ্ছন্নতার ছোঁয়া। এখন শুধু অপেক্ষা, ৩ নভেম্বর বল মাঠে গড়ানোর। মাঠে গিয়ে যারা খেলা দেখতে ইচ্ছুক, তাদের জন্য ১ নভেম্বর শনিবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনার দু’টি শাখা টিকেট সংগ্রহ করার সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে নগরীতে আলোকসজ্জা, বিভিন্ন দর্শনীয়স্থান ও রাস্তার পাশ সজ্জিতকরণের অভাবনীয় দৃশ্য রাতের বেলা নগরবাসীর চোখ ঝলসে দিচ্ছে। এ এক অপার্থিব, অভাবনীয় দৃশ্য। আলোকসজ্জা করা হয়েছে রয়্যাল মোড় থেকে শিববাড়ি এবং শিববাড়ি থেকে হোটেল সিটি ইন পর্যন্ত। শিববাড়ি মোড়ে প্রথমবারের মতো বিভাগীয় শহরটিতে বসানো হয়েছে এ্যানিমেটেড লাইট। যেখানে দেখানো হচ্ছে ক্রিকেট খেলার বিভিন্ন বিষয়। এ এক অসাধারণ দৃশ্য। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে এ প্রদর্শনী। শনিবার থেকে খুলনার ক্রীড়ামোদী সমর্থকরা খুলনা থেকে টেস্ট ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। ইউক্যাশ থেকেও মানি ট্রান্সফারের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। মাত্র ২০ টাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে পারবেন খুলনাবাসী। টিকিটের সর্বোচ্চ মূল্য এক হাজার টাকা। ইউক্যাশ ছাড়াও ইউসিবির খুলনা প্রধান শাখা ও খানজাহান আলী রোড শাখায় টিকিট পাওয়া যাবে। দেওয়া হবে মোট ৫টি ক্যাটাগরির টিকিট। শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি একুশে সংবাদকে বলেন, খেলার জন্য এখন আমরা পুরোপুরি প্রস্তুত। সকলের সহযোগিতা পেলে এবারও সফলভাবেই এ আয়োজন সম্পন্ন করতে পারব। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1