সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হলুদ মেহেদীতে রেলমন্ত্রী

প্রকাশিত: ০৫:১২ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ : ৬৭ বছর কুমার থাকার পর অবশেষে রেলমন্ত্রী মুজিবুল হকের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।মন্ত্রীর হাত রাঙানো হয়েছে মেহেদীর রঙে।   বুধবার বেলা ১২টার দিকে ঢাকার শেরে বাংলা নগর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এ গায়ে হলুদ অনুষ্ঠার শুরু হয়।সকাল থেকে পরিবারের সদস্য, বন্ধু, রাজনৈতিক নেতারা মন্ত্রীর গায়ে হলুদ মেখে তাকে অভিনন্দন জানাচ্ছেন।   আগামী শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে কনের বাড়িতে শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। ওইদিন রেলমন্ত্রী ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে চান্দিনার মিরাখোলা গ্রামে যাবেন।   সূত্র জানায়, গায়ে হলুদ উপলক্ষে ঢাকার শেরে বাংলা নগর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গায়ে হলুদ এর আগেই গত ২৭অক্টোবর বরের বাড়ি চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রাম থেকে কনের বাড়ি চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামে মাঙ্গলিক ডালা পাঠানো হয়েছে। এতে কনের জন্য নাক ফুল, প্রসাধনীসহ গায়ে হলুদের সাজানি, হলুদের শাড়ি, জুতা ইত্যাদি পাঠানো হয়। এদিকে কনের পক্ষ গায়ে হলুদের মাঙ্গলিক ডালা সজ্জিত নিয়ে ঢাকায় এসেছেন।   জানা গেছে, নভেম্বরে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও রাজনৈতিক দলের নেতারা শরিক হবেন বিয়েতে।   রেলমন্ত্রীর হবু বউয়ের নাম হনুফা বেগম রিক্তা। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ মুন্সির মেয়ে। তার বয়স ২৯। রিক্তা ২০০০ সালে এসএসসি পাস করেন। কুমিল্লার চান্দিনা উপজেলার দুল্লাই ইউনিয়নের মিয়াখোলা গ্রামে তাদের বাড়ি। তবে রিক্তা রাজধানীর ফার্মগেটে থাকেন। তার বাবার নাম মৃত হামিদুল্লাহ মুন্সী। তিন বছর ধরে তাদের মধ্যে কথাবার্তা হলেও কয়েক মাসে ঘনিষ্ঠতা বাড়ে।   গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের অনানুষ্ঠানিক আলোচনায় রেলমন্ত্রীর বিয়ের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবার ইঞ্জিনের সঙ্গে বগিও যুক্ত হচ্ছে।   মন্ত্রীর বিয়ের খবরে মানুষের কৌতূহলের শেষ নেই। জীবনের প্রায় পুরোটা সময় রাজনীতিতে ব্যস্ত থাকার পর এখন বিয়ের সিদ্ধান্তে এই কৌতূহল।   একুশে সংবাদ ডটকম/এফরান/২৯.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1