সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিদানের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ফ্রান্স

প্রকাশিত: ০৪:৩০ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক: কোচিংয়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকার অভিযোগে জিনেদিন জিদানকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাদের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। ক্ষোভ প্রকাশের পাশাপাশি তারা জিদানের যোগ্যতার পক্ষে প্রমাণাদিও পাঠিয়েছে স্পেনের ফুটবল সংস্থার কাছে। এ বিষয়ে ফ্রান্স ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘জিদানকে সব ধরণের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত ফ্রান্সের ফুটবল সংস্থা।’ এর আগে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের কোচের দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালন করতে কোচিং পেশার উপর লেভেল ৩ জাতীয় ডিপ্লোমা থাকতে হয়। কিন্তু জিদানের রয়েছে উয়েফা ‘এ’ সনদ। যা লেভেল ২ জাতীয় ডিপ্লোমার সমান। আর সে কারণেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে জিদানের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফ্রান্স ফুটবল সংস্থার পাশাপাশি রিয়াল মাদ্রিদও লড়াই করবে। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1