সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পুলিশের অভিযানে বিভিন্ন জেলায় ৩৩৯জন গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৭ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৩৩৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বগুড়ায় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ১৪১ জন, নোয়াখালীতে ৪৬ জন, ঝিনাইদহে ১৩ জন, পাবনায় ৮৯জন, নীলফামারীতে ৪৬জন, সিরাজগঞ্জে চারজন। বগুড়া : মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ১৪১ জন আসামিকে গ্রেফতার হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় বুধবার সকালে জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএমের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া জামায়াত-শিবির নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছেন তিনি।   নোয়াখালী : নোয়াখালীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে, আটককৃতদের মধ্যে জামায়াত শিবিরের কোনো নেতা কর্মী নেই। জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সব ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন সড়কে তিন প্লাটুন বিজিবি ও র্যা বের বিশেষ টহল রয়েছে। ঝিনাইদহ : ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে বুধবার ভোরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামুলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এ সময় ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, জেলায় যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নীলফামারী : হরতালে নাশকতা ও মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লার রায় কার্যকরের পরনীলফামারীর লক্ষ্মীচাপে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরাআত্মসমর্পন করে জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারেপাঠানোর নির্দেশ দেয়া হয়। আসামীদের মধ্যে বিএনপির ১১ ও জামায়াত শিবিরের৩৫জন আসামি রয়েছেন।   পাবনা : মঙ্গলবার রাতে পাবনার ১১টি থানা এলাকার বিভিন্ন স্থানে আলাদা অভিযান চালিয়ে ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নাশকতার চেষ্টার দায়ে জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১১টি থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবিরের ১৬ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৮৯ জন আসামিকে আটক করা হয়।   সিরাজগঞ্জ : বুধবার সকালে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান (৫৫), উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলার ঝিকিড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৫০), একই উপজেলার কয়ড়া দত্তপাড়ার মৃত মোজাম্মেল হক সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও একই এলাকার মৃত জমশের আলীর ছেলে আজিজুল হক (৩২)। একুশে সংবাদ ডটকম/শিলা/২৯.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1