সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দ্রুত রায় কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের

প্রকাশিত: ০২:১৭ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার পর বিজয় মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।   রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রায়ের পরপরই ইমরান এইচ সরকার ও কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে পৃথক বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিল শাহবাগ থেকে শুরু করে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।   মিছিলের পর নিজামীর ফাঁসির আদেশের পর প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগগুলোর জন্য নিজামীর মৃত্যুদণ্ডের প্রত্যাশা ছিল। প্রত্যাশা অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এবার অবিলম্বে রায় কার্যকর করতে হবে।   এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সঈদীর রিভিউ পিটিশনের রায় অবিলম্বে ঘোষণা করার দাবি জানান।   নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।   পরবর্তী কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেই আমরা জাগরণ যাত্রার কর্মসূচির ঘোষণা দিয়েছি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেঁতুলিয়ার উদ্দেশে জাগরণ যাত্রা শুরু হবে। আমরা ১০ থেকে ১২টি জেলায় জাগরণ যাত্রা করব।’   গণজাগরন মঞ্চের অপরাংশের মুখপাত্র কামাল পাশা চৌধুরী বলেন, ‘এ রায় যেমন রাজপথে থেকে আমরা আদায় করেছি, ঠিক সেভাবেই রাজপথে থেকে বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় আদায় করতে হবে। এ রায়ের মধ্যদিয়ে কলঙ্ক মোচন শুরু হয়েছে। আমরা এখন গর্বে বুক উঁচু করে বাড়ি যেতে পারব।’   নিজামীর ফাঁসির রায়ের পর গণজাগরণ মঞ্চের পাশাপাশি অপরাজেয় বাংলা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), ছাত্রলীগ ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বেশকিছু সংগঠন বিজয় মিছিল বের করে।   একুশে সংবাদ ডটকম/এফরান/২৯.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1