সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাত্র ৯৮ দিনেই কৃষকের ঘরে ধান !

প্রকাশিত: ০১:৩১ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ : রোপার মাত্র ৯৮ দিনের মাথায় কৃষক তার ক্ষেতের সোনালী ধান কেটে ঘরে তুলতে পারছেন। অন্য জাতের ধানের চেয়ে ১০/১৫ দিন আগেই জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ইতোমধ্যে কাটা শুরু করেছেন বগুড়ার কৃষকরা। এতে তাদের মাঝে ধানের নতুন এ জাতটির ব্যাপারে ব্যাপক সাড়া পড়েছে। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজপুর গ্রাম ঘুরে দেখা গেছে, চাষীরা অন্যান্য জাতের ধানের চেয়ে প্রায় ১০/১৫ দিন আগেই তাদের রোপা ধান কাটতে পারছেন। এই ধান কাটার মধ্য দিয়ে শেরপুর উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটছে। ফলে আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে এ জাতের ধান রোপণ করতে আগ্রহী অনেক কৃষক। কৃষি কর্মকর্তারা জানান, ফলন ভালো হওয়ায় শুরুতেই উপজেলার কৃষকদের মাঝে এ ধান ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প জীবনকাল, ভালো ফলন, সরু দানা, পোকা-মাকড়ের আক্রমণ কম ও মানুষের পুষ্টি চাহিদা মেটাতে ভূমিকা রাখবে এ ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি-৬২ জাতটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি রোপা মওসুমে প্রথমবারের মতো কৃষক পর্যায়ে চাষ করে। সোমবার দুপুরে শেরপুর উপজেলার মির্জাপুর ব্লকের রাজাপুর গ্রামের চাষী সামছুর রহমান জমিতে ব্রি-৬২ নমুনা শস্য কর্তন করা হয়। বিঘাপ্রতি ফলন পাওয়া যায় ২১ মণ। তিনি জানান, বীজ থেকে ধান পর্যন্ত এ ধানের জীবনকাল মাত্র ৯৮ দিন। জিংক সমৃদ্ধ এ জাতের ধান চাষের মধ্যদিয়ে কৃষক পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। চাষী শামছুর রহমান বলেন, এ জাতটি প্রবর্তনের মাধ্যমে তারা সহজেই বছরে চারটি ফসলের চাষ করতে পারবেন। তিনি আরও জানান, এলাকার অনেক চাষী তার কাছ থেকে এ ধানের বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম জানান, এ বছর পরীক্ষামূলকভাবে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন চাষীর মাধ্যমে ১৫ হেক্টর জমিতে ব্রি-৬২ জাতের আবাদ হয়েছে। এছাড়া চলতি মওসুমে ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৬২ সহ বিভিন্ন জাতের ২১ হাজার ৫’শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1