সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উৎক্ষেপণের সময় মার্কিন রকেট বিস্ফোরিত

প্রকাশিত: ১২:৫৬ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বাণিজ্যিক উড্ডয়ন মঞ্চ থেকে উৎক্ষেপণের সময় একটি মানুষবিহীন রকেট বিস্ফোরিত হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রসদ নিয়ে যাচ্ছিল। বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এই অ্যান্টারেস রকেটটি সাগরপাড়ের ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটি থেকে যাত্রা শুরু করার চেষ্টা করেছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য নাসার রসদ সরবরাহের কাজটি বেসরকারি খাতে ছেড়ে দেয়ার পর থেকে এবারই প্রথম দুর্ঘটনা ঘটল। ১৪ তলা এই রকেটটি অর্বিটাল সায়েন্সেস কর্পোরেশন তৈরি করেছিল। উড্ডয়নের কাজটিও তাদের তত্ত্বাবধানেই চলছিল।রকেটটির রসদবাহী কার্গো শিপ সিগনাসকে মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা ছিল। এই শিপটিতে ২,২৯৩ কেজি রসদ ও বৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রপাতি ছিল। রকেটটি উড্ডয়নের সময় এটি বিস্ফোরিত হয়ে অগ্নিকুণ্ডে পরিণত হয়। এরপর সেটি উড্ডয়ন মঞ্চের আশপাশের ভূমিতে বিশাল অগ্নিগোলকের রূপ নিয়ে প্রবল ধোঁয়ায় চারদিক ঢেকে ফেলে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাসার মুখপাত্র ড্যান হুওটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কক্ষপথে থাকা মহাকাশ স্টেশনের ছয়জন ক্রুকে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। ওই ছয়জনের তিনজন রুশ কসমোনাট, দুজন নাসার অ্যাস্ট্রোনাট এবং অপরজন ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রতিনিধি। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনায় এক বিবৃতিতে অর্বিটাল সায়েন্সেস বলেছে, ‘আমরা নিশ্চিত করছি আমাদের সব কর্মী নিরাপদ আছেন। আজকের কার্যক্রমে আমাদের কেউ আহত হননি।’ এর আগে আরো চারটি মিশন আন্টেরেস রকেট সফলভাবে সম্পন্ন করেছিল। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1