সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ রেলমন্ত্রীর গায়ে হলুদ

প্রকাশিত: ১২:২৯ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
একুশে সংবাদ : সবকিছু ঠিকঠাক, মঞ্চও তৈরি। সম্পন্ন সব প্রস্তুতি। বুধবার দুপুরে রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ। ঢাকার শেরেবাংলানগর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর কনের পিত্রালয় চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে বিয়ে অনুষ্ঠিত হবে। বর বেশে রেলমন্ত্রী ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে চান্দিনার মিরাখোলা গ্রামে যাবেন। এ ছাড়া কুমিল্লা ও চৌদ্দগ্রামের বরযাত্রীরা সরাসরি চান্দিনায় বিয়েবাড়িতে চলে যাবেন। বিয়েবাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।   গায়ে হলুদের জন্য প্রস্তুত তিনটি মঞ্চ। অনুষ্ঠানস্থলে লাগানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল ছবি। এখন অপেক্ষা অতিথিদের। অতিথিদেরআপ্যায়নের জন্যও সব প্রস্তুতি সম্পন্ন। গায়ে হলুদে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, আঁখি আলমগীর, কনা, লিজা। মমতাজ অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন। অন্যদের সঙ্গে চুক্তি করাহয়েছে। একটি মঞ্চে বর মুজিবুল হকের গায়ে হলুদ দেয়া হবে, আরেকটিতে কনে হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ দেয়া হবে। অপর মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। জাতীয় সংসদের মহিলা সদস্য তারানা হালিমের নেতৃত্বে সাত মহিলা সংসদ সদস্য রয়েছেন এ গায়ে হলুদের দায়িত্বে। তারাই সবকিছু করছেন। গায়ে হলুদে থাকবে ৭০০-৮০০ লোকের আয়োজন। গায়ে হলুদের খাবারের ম্যেনুতে রয়েছে প্রথমে সমুচা, শিঙ্গাড়া, চটপটি, চা ও কফি। আর দুপুরে পোলাও, মোরগ, দধি। ঢাকায় গায়ে হলুদের অনুষ্ঠান বিকাল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।   কনের বাড়ির সব আয়োজনের দায়িত্ব পালন করছেন কনের খালাত ভাই জাতীয় পার্টির নেতা লুৎফুর রেজা খোকন। তিনি জানান, ঢাকায় বুধবার বিকাল ৪টার পর হলুদ শেষে হনুফা আক্তার রিক্তাকে নিয়ে চান্দিনার গ্রামের বাড়িতে ফিরব কনেপক্ষ। কনের বাড়িতে এসে রাতে গ্রামের পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের নিয়ে পারিবারিকভাবে গায়ে হলুদের আয়োজন রয়েছে। প্রায় ৭০০ বরযাত্রীসহ দেড় হাজার অতিথির আপ্যায়নের জন্য তিনটি প্যান্ডেল করা হয়েছে। বর ও ভিআইপি অতিথিদের জন্য ১টি প্যান্ডেল। অতিথিদের অভ্যর্থনার জন্য আরেকটি প্যান্ডেল। অপর প্যান্ডেলটি খাবারের জন্য তৈরি করা হয়েছে। এতে প্রতি ব্যাচে ৩৫০ জন অতিথি একত্রে খাবার খেতে পারবেন। সব অতিথির জন্য একই মেন্যুর খাবারের ব্যবস্থা থাকবে। কুমিল্লা ক্লাবের বাবুর্চি মিল্টন রোজারিও ৩০ অক্টোবর থেকে খাবার তৈরির কাজ শুরু করবেন। একুশে সংবাদ ডটকম/শিলা/২৯.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1