সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রকাশিত: ১১:৫৯ এএম, অক্টোবর ২৭, ২০১৪
একুশে সংবাদ : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সূচকের উর্ধ্বমূখি প্রবণতায় লেনদেন শুরু হলেও আধঘন্টার মাথায় পতনে গড়ায়। ঢাকা স্টক একচেঞ্জ -ডিএসই সূত্র মতে, সকাল ১১ টা ১০ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স (এক্স) সূচক ১২ পয়েন্টে নেমে ৫ হাজার ৯৯ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ) সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২০০ এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে এসেছে। এসময় পর্যন্ত লেনদেন হওয়া ২১০ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত থাকে ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এসময় মোট লেনদেন হয় ৭৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে, ১১টা ১১ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৯ পয়েন্ট কমে ৯ হাজার ৫৭৫ পয়েন্টে আসে। এসময় পর্যন্ত লেনদেন হওয়া ৯২ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত থাকে ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1