সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পবিত্র আশুরা পালিত হবে ৪ নভেম্বর

প্রকাশিত: ১১:২৯ এএম, অক্টোবর ২৭, ২০১৪
একুশে সংবাদ : আগামী ৪ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে। শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামীকাল (রবিবার) থেকে শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৩৬ হিজরি। আর ৪ নভেম্বর পালত হবে পবিত্র আশুরা। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান। সভায় ধর্মমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৬ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইয়াকুব হোসাইন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন। পবিত্র আশুরার দিনটি ইসলামের ইতিহাসে অনেক তাৎপর্যপূর্ণ একটি দিন।এই দিনে কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)শহীদ হন।এছাড়া এই দিনে দুনিয়া সৃষ্টি, হজরত আইয়ুব (আ.) এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.) এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়া, হজরত নুহ (আ.) এর নৌকা ঝড়-তুফানের কবল থেকে মুক্তি পাওয়া, হযরত ইউনুস (আ.)এর মাছের পেট থেকে মুক্তি পাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে মহররমের ১০ তারিখ অবিস্মরণীয় হয়ে আছে।সর্বোপরি এই পৃথিবীর মহাপ্রলয় বা রোজ কিয়ামত মহররমের ১০ তারিখে ঘটবে বলে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1