সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি: শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১১:১২ এএম, অক্টোবর ২৭, ২০১৪
একুশে সংবাদ : মোট দেশজ আয়ে (জিডিপি) শিল্প খাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে জাতীয় শিল্পনীতি সংশোধন করা হচ্ছে। সংশোধিত শিল্পনীতির প্রাথমিক খসড়াও প্রণয়নের কাজ শেষ হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের তিনটি উপকমিটি এ খসড়া তৈরি করেছে। আলাপ-আলোচনা শেষে শিগগিরই চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। রোববার অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় এসব তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি সচিব ড. এসএম নাজমুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বারসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় শিল্পমন্ত্রী বলেন, 'ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ে উন্নীত করা সম্ভব। এসএমই খাতের কার্যকর প্রসারে ম্যানুফ্যাকচারিং খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে তিনি এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় জানানো হয়, আগামী তিন বছরে দেশের বিভিন্ন এলাকায় ১০০টি এসএমই শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে। নতুন ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনা হবে। এ ছাড়াও রফতানি দক্ষতা বাড়াতে ১০০ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহার, শিল্প-কারখানা স্থাপনে জমি নির্ধারণের জন্য শিল্প, ভূমি, কৃষি, বন ও পরিবেশ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে ২১টি জেলায় সম্পন্ন করা ল্যান্ড জোনিং রিপোর্টের আলোকে জেলাগুলোতে শিল্পায়নের ব্যাপক পরিকল্পনা নেয়া হবে বলে সভায় জানানো হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1