সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শপিং নয়, সেক্সই পছন্দ মহিলাদের !

প্রকাশিত: ০৯:৫৮ এএম, অক্টোবর ২৬, ২০১৪
একুশে সংবাদ : সহবাসের চিন্তা পুরুষকে হার মানায় মহিলারা৷ সকলেই মনে করেন, পুরুষরাই সহবাসের কথা বেশি ভাবেন৷ নারীরা ভাবেন শপিং নিয়ে৷ সকলে ভাবেন মহিলারা সহবাসের চেয়ে শপিং, ঘুরে বেড়ানো বা টিভি দেখাকেই বেশি গুরুত্ব দেন৷ কিন্তু, এটি একেবারেই সত্যি নয়৷ সহবাসের ক্ষেত্রে পুরুষরা নারীদের কাছে ডাহা ফেল করেন৷ সোনার গয়না বা হীরের নেকলেস নারীর মন ভোলাতে পারলেও, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মহিলারা সহবাসের চেয়েও বেশি ভালবাসেন৷ কিছু মহিলার হয়ত লজ্জায় নিজের স্বামী বা প্রেমিককে মনের কথা বলে উঠতে পারেন না৷ কিন্তু পুরুষ সঙ্গীদেরই সবসময় একজন মহিলার মনের ইচ্ছের কথা মাথায় রাখা উচিত৷ স্ত্রী বা প্রেমিকার সঙ্গে এমনভাবে মেলামেশা করুন, যাতে তিনি আপনাকে কোন কথা বলতে ভয় বা অস্বস্তিবোধ না করেন৷ নিজেদের সম্পর্ক এমনভাবে তৈরি করুন, যাতে সহবাসের ক্ষেত্রেও নারীরা মনের কথা নির্দ্বিধায় বলতে পারেন৷ অনেক সময় দম্পতিদের মধ্যে বয়সের বেশ খানিকটা ফারাক থাকায় স্ত্রী মনের কথা খুলে বলতে পারেন না৷ এই কারণেই স্ত্রীয়ের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন এবং তার সমস্ত পছন্দ ও অপছন্দের কথা মাথায় রাখুন৷ সন্দেহ যেকোন সম্পর্ককে নষ্ট করে দিতে পারে৷ এই কারণে নিজের সঙ্গীকে অযথা সন্দেহ করবেন না এবং তাকেও কখনও অন্ধকারে রাখবেন না৷ কিন্তু, আপনার যদিও কখনও মনে হয় আপনার সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তবে তার সঙ্গে ঝগড়াঝাঁটি না করে এর আসল কারণ খুঁজে বের করুন৷ সহবাসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হলেও মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন না৷ কিন্তু, আপনাকেই নিজের সঙ্গীর মনের কথা বুঝতে হবে ও তার সম্মান করতে হবে৷ এছাড়াও দাম্পত্য জীবনে সবসময় খেয়াল রাখবেন, যাতে অফিসের সমস্ত টেনশন আপনার সঙ্গে আপনার বাড়িতেও না ঢুকে পরে৷ তবে আপনি মন খুলে যেমন স্ত্রীয়ের সঙ্গে সব কথা আলোচনা করতেও পারবেন না, অন্যদিকে তিনিও আপনারে কোন কথা বলার সাহস পাবেন না৷ এতে সংসারে সমস্যা বাড়বে বই কমবে না৷ একুশে সংবাদ ডটকম/আর/২৬-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1