সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তালিকাভুক্ত তিন ব্যাংকের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৯:২২ এএম, অক্টোবর ২৬, ২০১৪
একুশে সংবাদ : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংকের মুনাফা বেড়েছে। তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ব্যাংক তিনটি হলো- রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও স্যোশাল ইসলামী ব্যাংক। রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী রূপালী ব্যাংকের কর পরবর্তী মুনাফা হয়েছে আট কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে শূন্য দশমিক ৪০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে পাঁচ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা ও শূন্য দশমিক ২৭ টাকা। তৃতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে শূন্য দশমিক ১৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে তিন কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা ও শূন্য দশমিক শূন্য ২ টাকা। আলোচ্য সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১০ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে নয় কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা ও শূন্য দশমিক ১৪ টাকা। একুশে সংবাদ ডটকম/আর/২৬-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1