সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মনের মুকুরে বিমূর্ত প্রশান্তি

প্রকাশিত: ০৭:৫২ এএম, অক্টোবর ২৬, ২০১৪
একুশে সংবাদ : ক্ষণিকের ক্ষুদ্র ক্ষুদ্র ভালো লাগা। সেই ভালো লাগা থেকে প্রাকৃতিক সৌন্দর্যে রং-এ উপস্থাপন করে ছড়িয়ে দেন বিমূর্ত প্রশান্তিতে। তেমনি একজন শিল্পী সৈয়দ হাসান মাহমুদ। গত শুক্রবার বেঙ্গল শিল্পালয়ে উদ্বোধন হলো সৈয়দ হাসান মাহমুদের একক চিত্রকলা প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে ২৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত ও শিল্প সমালোচক জর্জিও গুইলিয়েলমিনো, চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর। দীর্ঘ ১৮ বছর পর এবার সৈয়দ হাসান মাহমুদের একক চিত্রকলা প্রদর্শনী হচ্ছে। এবারের চিত্রকলার ছবিগুলো আঁকতে গিয়ে তিনি নির্দিষ্ট কোনো ধারণাকে অবলম্বন করেননি। কোনো রূঢ় সত্যকে প্রতিষ্ঠা করতে প্রয়াসী হননি। তাঁর ছবিতে আবেগ ছাপিয়ে যায় যুক্তিকে। তিনি সামষ্টিক কোনো বক্তব্য ছড়িয়ে দেননি। ক্ষণিকের ছোট ছোট ভালো লাগায় ভেসে যেতে পছন্দ করেন। আয়োজক বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস মনে করে, একনিষ্ঠ শিল্পী হিসেবে হাসান মাহমুদের ছবি যেমন আমাদের চেনা প্রকৃতির সৌন্দর্যকে নতুন চিত্রভাষায় উপস্থাপন করবে, তেমনি একজন রোমান্টিক এবং আবেগধর্মী শিল্পীর দীর্ঘ শিল্পপথযাত্রার নীরব বিবর্তনের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দেবে। শিল্পী সৈয়দ মাহমুদ হাসানের জন্ম ১৯৫৮ সালে ঢাকায়। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ ডিগ্রী লাভ করেন তিনি। এ পর্যন্ত তার তিনটি একক চিত্রকলা প্রদর্শনী হয়েছে। দেশে বিদেশে বহু দলবদ্ধ প্রদশর্নীতে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন বই এবং ম্যাগাজিনের প্রচ্ছদ ডিজাইনও করেন। বর্তমানে তিনি ঝাঁপি স্কুল অব আর্ট-এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। শিল্পীর এটি চতুর্থ একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৬৯টি। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে আগামী ১৫ নভেম্বর। একুশে সংবাদ ডটকম/আর/২৬-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1