সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রেকর্ডের অপেক্ষায় মেসি, অভিষেকের অপেক্ষায় সুয়ারেজ

প্রকাশিত: ০২:৫১ পিএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক: অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে বার্সেলোনার হয়ে দীর্ঘপ্রতিক্ষিত লা লীগায় অভিষিক্ত হতে যাচ্ছেন লুইস সুয়ারেজ। শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে অংশ নিতে রিয়াল মাদ্রিদ সফর করবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা। লিভারপুল থেকে ১২৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেয়ার পর নিষেধাজ্ঞায় থাকা সুয়ারেজ ক্লাব ও দেশের হয়ে বেশ ক’টি প্রদর্শনী ও প্রতিযোগিতামুলক ম্যাচে অংশ নিতে পারেননি। কারণ গত জুনে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল চলাকালে ইতালীয় ডিফেন্ডার জর্জিও চিলিয়ানিকে কামড়ে দিয়েছিলেন তিনি। ফলে চার মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে সুয়ারেজকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর উরুগুয়ের এই বদমেজাজি তারকা পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে সান্তিয়াগো বার্নব্যুতে। যদিও ওই অভিষেক ম্যাচে তিনি ঢাকা পড়তে পারেন সতীর্থ ফুটবল তারকা লিওনেল মেসির ছায়ায়। কারণ মেসির সামনে এখন লা লীগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের হাতছানি। আর মাত্র একটি গোল করতে পারলেই তিনি পৌঁছে যাবেন লা লীগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা টেলমো জারার সহাবস্থানে। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলা এই ফুটবলার ২৫১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নেন। মেসিও ওই মাইলফলক থেকে মাত্র এক গোল দূরত্বে অবস্থান করছেন। শনিবারের ম্যাচে একটি গোল পেলেই টেলমোর সহাবস্থানে পৌছে যাবেন আর্জেন্টাইন সুপার স্টার। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার প্রত্যাশা দুই তারকাই এদিন বার্নব্যুতে বার্সার উজ্জ্বলতাকে সমন্নুত রাখতে সক্ষম হবে। কারণ লা লীগায় সেখানে দু’দলের সর্বশেষ ছয় ম্যাচের চারটিতেই জয়লাভ করেছে কাতালানরা। তিনি বলেন, ‘আশা করি ম্যাচে অন্তত দুই গোল করবেন মেসি। কারণ সেটি হবে আমাদের জন্য বিশাল এক অর্জন। তবে এটি ঠিক এমন একটি দলের (রিয়াল মাদ্রিদ) বিপক্ষে জয়লাভ করাটা বেশ কঠিন হবে। ম্যাচর অনেক বিষয় দুই দলের পার্থক্য গড়ার ক্ষেত্রে নিয়ামকের ভুমিকায় থাকবে। সৌভাগ্যবশত আমরা ম্যাচটিতে লুইসকে খেলানোর সুযোগ পাচ্ছি। সে এখন বেশ খুশি, এটি দলের বাকী খেলোয়াড়দের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। আশা করব তিনি অতীতের মত স্বাভাবিক পারফর্মেন্স প্রদর্শন করতে পারবেন। একুশে সংবাদ ডটকম/মামুন/২৪.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1