সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর দুবাই সফর : উন্মুক্ত হচ্ছে শ্রমবাজার

প্রকাশিত: ১২:১৮ পিএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১২ লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটিতে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছেন। কিন্তু বাংলাদেশিদের জন্য লোভনীয় সেই শ্রমবাজার প্রায় দুই বছর ধরে পুরুষ কর্মী পাঠানো বন্ধ থাকলেও নারী কর্মী পাঠানো অব্যাহত রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত লিবিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। এই অবস্থার মধ্যে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের বাদশাহ শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আগামীকাল ২৫ অক্টোবর আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার খোলার শর্ত হিসেবে বন্দিবিনিময় চুক্তিসহ তিনটি চুক্তির প্রস্তাব করেছে আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু'দিনের সফরে আবারও সেখানকার শ্রমবাজার খুলবে বলে আশা করা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, আমিরাতে বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশিদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ২০১২ সালের আগস্টে আমিরাত সরকার নতুন ভিসা দেয়া এবং ভিসা নবায়নে কঠোরতা আরোপ করে। সেই থেকে আমিরাতে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, 'প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়েই আবারও খুলতে যাচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার। দু'য়েকটি ছাড়া মধ্যপ্রাচ্যের প্রায় দেশেই এখন শ্রমবাজার বন্ধ। এ অবস্থায় আমিরাতের বাজার চালু হলে বাংলাদেশের অনেক শ্রমিক কাজের সুযোগ পাবেন। সফরকালে বন্দিবিনিময় চুক্তিসহ তিনটি চুক্তি হবে আমিরাত সরকারের সঙ্গে। মন্ত্রী বলেন, 'আগের মতো শ্রমিক পাঠাতে দীর্ঘদিন ধরে আমাদের কূটনৈতিক তৎপরতা চলছিল। এরই মধ্যে আমিরাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর। আশা করছি, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক নতুন মোড় নেবে এবং আর কোনো বাধা থাকবে না।' সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরব আমিরাতে কাজ করতে গিয়ে কিছু বাংলাদেশি শ্রমিক বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। বিচারে দণ্ডিত হয়ে কারাগারে বন্দি রয়েছেন সহস্রাধিক ব্যক্তি। তাদের মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১০৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অপরাধ প্রবণতার কারণে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া কঠোর করেছে। বাংলাদেশিদের অপরাধ কমানোর লক্ষ্যে সে দেশের সরকার বাংলাদেশের কাছে সহযোগিতা কামনা করেছে। বাংলাদেশ এ বিষয়ে আন্তরিক।   একুশে সংবাদ ডটকম/এফরান/১৯.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1