সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

'নিহতদের শুধু চেক দিলেই চলবেনা, মন্ত্রীর পদত্যাগ চাই'

প্রকাশিত: ১০:০৪ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের শুধু অনুদানের চেক দিলেই চলবেনা, ৩৬ তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ নাটোরের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের প্রাণের বিনিময়ে যদি এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়, তা তারা খুশীমনে গ্রহণ করবেন কিনা সে প্রশ্ন তুলে তিনি এ দাবি করেন। গুরুদাসপুর উপজেলার সিধুলী কবরস্থানে ১৪ জনের কবর জেয়ারত শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর একই কবরস্থানে এত লাশ এক সঙ্গে দাফন করতে দেখিনি। নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন, নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, এডভোকেট রফিকুল ইসলাম, আব্দুর রহমান, শহীদুল ইসলাম মুন্সী, যুবনেতা হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা কাওসার জামান খানসহ প্রমুখ। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1