সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আরব আমিরাত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫০ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ: সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাই শাসকের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সফরকালে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করছি। এ আলোচনায় জনশক্তি রপ্তানি ও মানব সম্পদ উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, উচ্চ শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তাসহ সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যায়।’ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে ২৫ থেকে ২৭ অক্টোবর অবস্থান করবেন। অন্যদিকে বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ২৮ থেকে ৩০ অক্টোবর দুবাইয়ে অবস্থান করবেন।’ প্রধানমন্ত্রীর সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা দ্বিপাক্ষিক সরকারি সফরের প্রতিনিধি দলে থাকছেন। পরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে দু’দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের যে শুভ সূচনা হয়েছিল বিগত চার দশকে তা বহুমাত্রিকতা লাভ করেছে। ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা, প্রাক্তন রাষ্ট্রপতি শেখ যায়েদ বিন সুলতান আল্ নাহিয়ানের বাংলাদেশ সফর এবং ২০০৯ ও ২০১১ সালে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীরতর করেছে। আমিরাত কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী আবুধাবীর ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর উপ-সর্বাধিনায়ক শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাছাড়া শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা হিসেবে বিবেচিত শেখা ফাতিমা সঙ্গে সাক্ষাৎ করবেন। এ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাংলাদেশ কমিউনিটি’র সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হবেন। ২৭ অক্টোবরের কর্মসূচির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাই-এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাষ্ট্রপতির সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ যা ইসলামী বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। এ সফরে রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের অংশগ্রহণকারী শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ও মত বিনিময়ের সুযোগ পাবেন যা ইসলামী বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে বলে আশা করছি।’ একুশে সংবাদ ডটকম/মামুন/২৪.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1