সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পরিবেশনীতি বাস্তবায়ন শীর্ষক জাতীয় সম্মেলন

প্রকাশিত: ০৮:৪৭ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সাধারণ দুর্বলতার কারণে অন্যান্য বিষয়ের মতো পরিবেশনীতি ও আইনসমূহ সঠিকভাবে বাস্তবায়িত হয় না। শুধু প্রশাসনিক সমস্যা, নাকি দেশের কিছু কিছু পেশাজীবীদের চিন্তাধারাগত সমস্যাও কাজ করছে। সে সব সমস্যা কি এবং কীভাবে তা দূর করা যায় এবং কীভাবে দেশের জনগণকে পরিবেশ স্বপক্ষ নীতি, আইন ও আদেশ বাস্তবায়নের সংগ্রামে একত্রিত করা যায় এমন লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হবে ‘‘পরিবেশনীতি ও আইনসমূহের বাস্তবায়ন সমস্যা’’ শীর্ষক জাতীয় সম্মেলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর উদ্যোগে আগামী ২০১৫ সালের ৯ থেকে ১০ জানুয়ারি ঢাকায় জাতীয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রুমে ওই সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠিতব্য সম্মেলনের অধিবেশনসমূহ দুই ধারায় বিন্যস্ত হবে। প্রথম ধারাটি হবে পরিবেশ সমস্যা ভিত্তিক। এ ধারায় যেসব বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে, নদ-নদী ও জলাশয় বিষয়ক নীতি, শিল্প দূষণ বিষয়ক নীতি, নগরায়ণ বিষয়ক নীতি, বন ও আদিবসী অধিকার রক্ষা বিষয়ক নীতি, জ্বালানী খাত বিষয়ক নীতি, খেলার মাঠ ও উন্মুক্ত প্রাঙ্গণ রক্ষা বিষয়ক নীতি প্রভৃতি। আর দ্বিতীয় ধারায়, পরিবেশের বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে এমন বিষয়গুলোর ওপর অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের মধ্যে থাকবে, প্রশাসনের সাধারণ সমস্যাবলী, বিভিন্ন পেশাজীবীদের চিন্তাধারাগত সমস্যা, পরিবেশ আদালত সমূহের কার্যক্রম, সম্ভাবনা ও সীমাবদ্ধতা, দেশের উচ্চ আদালতের ভূমিকা, দেশের পত্র-পত্রিকা, টেলিভিশন চ্যানেল, সামাজিক মিডিয়া ও অন্যান্য মিডিয়ার ভূমিকা, জনগণকে সম্পৃক্ত করার সমস্যাবলী, পরিবেশ স্বপক্ষ সংগঠনসমূহের আরও জোরালো ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য করণীয় বিষয় প্রভৃতি। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মো.আব্দুল মতিন বলেন, ‘পরিবেশ রক্ষায় সামাজিক দাবি ও উদ্যোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারও বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এজন্য পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে নীতি ও আইন প্রণীত হয়েছে। অন্যদিকে দেশের আদালত বিশেষত উচ্চ আদালত পরিবেশ ইস্যুতে সংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন এবং বিভিন্ন সময়ে স্বতোপ্রণোদিত হয়ে পরিবেশ স্বপক্ষ উদ্যোগও গ্রহণ করছেন। কিন্তু সরকার ও উচ্চ আদালতের গৃহীত এসব পরিবেশ স্বপক্ষ নীতি, আইন ও আদেশ অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। এর ফলে দেশের পরিবেশের অবক্ষয় অব্যাহত রয়েছে।’ তিনি আরো বলেন, ‘পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি বাস্তবায়নেরও গাফিলতি দেখা যায়। যা প্রমাণ করে পরিবেশ স্বপক্ষ নীতি, আইন ও আদেশ গ্রহণের প্রতি মনোযোগ দেয়াই যথেষ্ট নয়। তাই এসব বাস্তবায়নের সমস্যার প্রতিও পরিবেশ আন্দোলনকে মনোযোগ দিতে হবে।’ সম্মেলন কমিটির চেয়ারম্যান ও বাপার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বাপা ও বেন আয়োজিত ২০১৫ সনের এই সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে বাস্তবায়িত না হলে পরিবেশ স্বপক্ষ নীতি, আইন ও আদেশের জন্য সংগ্রাম অর্থহীন হয়ে পড়ে এবং হতাশার জন্ম দেয়।’ তাই সবার প্রতি এই সম্মেলনকে সফল করার আহ্বান জানান তিনি। এবিষয়ে পরিবেশবিদ অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য দেশে অনেক আইন ও নীতিমালা থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। জনবহুল এই দেশের পরিবেশ রক্ষা করা না গেলে ভবিষ্যতে ব্যাপক মানবিক ও পরিবেশ বিপর্যয় সৃষ্টি হবে। তাই এই প্রেক্ষাপটে এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান বলেন, ‘বাপা-বেন এর প্রতিটি সম্মেলনই দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এসব সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশমালা সরকার ও সংশ্লিষ্ট মাধ্যমকে অবহিত করা ও তা বাস্তবায়নের চেষ্টা চালানো হয়।’ তাই আসন্ন এই সম্মেলনটি সফল করতে তিনি সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন। এসময় সম্মেলনের আলোচ্য বিষয়ের উপর প্রবন্ধসহ লেখা আহ্বান করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1