সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ ২১ হলে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

প্রকাশিত: ০৮:০৪ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পিঁপড়াবিদ্যা সিনেমাটি। প্রথম সপ্তাহে মোট ২১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। ছবিটি পরিবেশন করছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, পিঁপড়াবিদ্যা মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল), যমুনা ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা সিনেওয়ার্ল্ড (নিউমার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী (মিরপুর), আনন্দ (ফার্মগেট) এবং গাজীপুরের আনারকলি (টঙ্গী) ও বর্ষা প্রেক্ষাগৃহে (জয়দেবপুর চৌরাস্তা)। এ ছাড়া ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), চন্দ্রিমা (শ্রীপুর), ঝংকার (পাঁচদোনা), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মডার্ন (দিনাজপুর), মমতাজ (সিরাজগঞ্জ), অভিরুচি (বরিশাল), পান্না (মোক্তারপুর), রাণীমহল (ডেমরা), সোনিয়া (বগুড়া), সত্যবতী (শেরপুর)ও রূপকথা প্রেক্ষাগৃহে (পাবনা) ছবিটি প্রদর্শিত হবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল আলোচিত পিঁপড়াবিদ্যা-তে হাজার বছর ধরে চলে আসা মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষণ্ণতা, সীমাবদ্ধতা, লোভ ও লোভের পঙ্খিরাজের লাগামহীন বিচরণকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী নিজেই। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1