সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৮ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : সারা দেশে একযোগে ২৩টি কেন্দ্রে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।   স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিবিএস কোর্সে ৮ হাজার ৪৩৭ টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিটি আসনের বিপরীতে ৮ জন শিক্ষার্থী এ ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন।   শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হয়। পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লু-টুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ ছিল।   এদিকে, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম হল পরিদর্শন শেষে জানিয়েছেন, ভবিষ্যতে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের পরিকল্পনা করছে সরকার। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1