সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৩ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক কোন ম্যাচ না খেললেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে ফিফা। এরআগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮১। বর্তমানে ১৭৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। শুক্রবার শ্রীলঙ্কা ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছেন মামুনুল-এমিলিরা। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দুই দল। আন্তর্জাতিক এই দুটি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো র‌্যাঙ্কিং কমতে পারে বাংলাদেশের। বর্তমানে শ্রীলঙ্কার অবস্থান ১৭৪ নম্বরে। এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা ও তৃতীয় স্থানে কলম্বিয়া। এদিকে বেলজিয়াম পাঁচ নম্বর থেকে চারে উঠে এসেছে। পাঁচে নেমেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পর ছয়ে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল ও স্পেন। একুশে সংবাদ ডটকম/মামুন/২৪.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1