সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ০৩:৩৯ এএম, অক্টোবর ২৪, ২০১৪
একুশে সংবাদ : আজ শুক্রবার দেশের ৮৫টি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি ৩২টি ডেন্টাল কলেজের বিডিএফ কোর্সের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। দেশের ২৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ঘণ্টা পরীক্ষা চলবে। প্রার্থীরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪৮৭টি আসনের বিপরীতে লড়বেন ৬৯ হাজার ৪৭৭ জন প্রার্থী। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৬৭টি। এ বছর থেকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে। এবারই প্রথম পটুয়াখালী, জামালপুর, টাংগাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটির নতুন ছয়টিসহ সরকারি ২৯টি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সেনাবাহিনী পরিচালিত নতুন পাঁচটি বেসরকারি মেডিকেল- রংপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর মেডিকেলসহ মোট ৫৪টি বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। কোচিং সেন্টারগুলো ভর্তি পরীক্ষার আগে সাজেশনের নামে যেন কোনো ধরনের প্রশ্ন প্রকাশ করতে না পারে সে জন্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1