সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রথমবারের মত জাবিতে “গণিত অলিম্পিয়াড”

প্রকাশিত: ১১:২১ এএম, অক্টোবর ২২, ২০১৪
জাাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও সায়েন্স ক্লাব এর যৌথ উদ্যোগে প্রথমবারের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে“গণিত অলিম্পিয়াড-২০১৪” । আগামী ২৪ই অক্টোবর শুক্রবার ১০ টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর সভাপতি রাশেদুল ইসলাম রাজ এ তথ্য নিশ্চিত করেন। এবারের অলিম্পিয়াডে সাভার অঞ্চলের মোট ২০টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।  ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের একযোগে একই কেন্দ্রে ভিন্ন ভিন্ন প্রশ্নে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সকল পরীক্ষার্থীদেরকে নিজ দায়ত্বে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন বিন্যাস জেনে নিতে হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সনদপত্র দেয়া হবে। প্রত্যেক বিভাগ (৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম) থেকে ১০ জন করে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হবে। একটি জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৪ই নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।বিজয়ীদের নামের তালিকা আগামী ১০ই নভেম্বরের মধ্যে স্ব-স্ব স্কুলে পৌঁছে দেয়া হবে। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড.মো. শরিফ উদ্দিন ও সায়েন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০০৫ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাব নানা ধরণের বৈজ্ঞানিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার গণিত বিভাগ ও সায়েন্স ক্লাব এর যৌথ উদ্যোগে প্রথমবারের মত জাবি ক্যাম্পাসে “গণিত অলিম্পিয়াড-২০১৪” এর আয়োজন করেছে। একুশে সংবাদ ডটকম/হাফিজুর রহমান/মামুন/২২.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1