সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইবোলা চিকিৎসার ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৯:২৯ এএম, অক্টোবর ২২, ২০১৪
একুশে সংবাদ : মরনঘাতী ভাইরাস ইবোলার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বেশ কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের নির্দশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে বিচারপতি মর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেন হাইকোর্ট এ বেঞ্চ। আর এ আবদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এ বিষয়ে তিনি জানান, এ নির্দেশ ছাড়াও আদালত রুল জারি করেছেন। রুলে বিদেশ থেকে বাংলাদেশে আগতদের পরীক্ষা করে দেখতে হবে, যে তাদের কারো এবোলা ভাইরাস আছে কি-না। একুশে ষংবাদ ডটকম/এফরান/২২.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1