সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘শিখন্ডীকথা’র কাহিনি

প্রকাশিত: ০৫:৪৬ এএম, অক্টোবর ২২, ২০১৪
একুশে সংবাদ : হিজলতলী গাঁয়ের মোল্লা বাড়ির ছেলে রতন। ছোটবেলা থেকে সবার চেয়ে একটু আলাদা। পুতুল খেলেই সময় কাটতো তার। আস্তে আস্তে বড় হল রতন। তবে সে আর আগের মত নেই। তার শরীরে আশ্চর্য পরিবর্তন। নারীদেহের সমস্ত লক্ষণ তার মধ্যে। পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে হাসে। পরিবার তাকে ধিক্কার দেয়। এ সমাজটা হয়ে ওঠে রতনের শত্রু। মানুষের মত বাচঁতে দেয়না তাকে। অত:পর তার সন্ধান পায় কালী হিজরার দল। রতনকে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানেই শুরু হয় রতনের নতুন জীবন। রত্না নাম নিয়ে রতন তার জীবনযুদ্ধে নামে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত নাট্যোৎসবের পঞ্চমদিনে নাট্যাধার প্রযোজিত নাটক ‘শিখন্ডীকথা’র কাহিনি এগিয়েছে এ রতনের জীবনযুদ্ধ নিয়েই। কুশীলবদের অভিনয়শৈলীতে এ নাটকটি উপস্থিত দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনায় ছিলেন মোস্তফা কামাল যাত্রা। নাটকটির প্রযোজনা ও সুর ভাবনায় ছিলেন প্রবীর পাল। এটি নাট্যাধারের ৩২তম প্রযোজনা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রবীর পাল (কাহিনী বর্ণনা), রতন চরিত্রে চরিত্রে মুন্না, শ্যামা চরিত্রে শুভ, ছুটকি চরিত্রে হারুণ, কালী মাসি চরিত্রে মোস্তফা কামাল যাত্রা, নিতাই চরিত্রে শিবলী প্রমুখ। নাটকের আগে শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে একক সংগীত পরিবেশন করেন শিল্পী দীপেন চৌধুরী ও অনন্যা সেন নীপা। ‘জয় ,নিপীরিত জনগণের জয়’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। উপস্থাপনায় ছিলেন নাজমা নাজনীন । এর আগে নাট্যোৎসবের চতুর্থ দিন সোমবার একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় লোক থিয়েটার প্রযোজিত নাটক ‘ভল্লুক’ । আন্তন চেখভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনসুর মাসুদ। বৈষয়িক সম্পর্কের উর্দ্ধে যে মানবিক সম্পর্ক তা ফুটে উঠে এ নাটকে। নাটকের চরিত্রগুলোর সরলতা ও ভালবাসার বহি:প্রকাশ দশর্ককে অভিভূত করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কাজী এ কে এম সাইফুল ইসলাম, রেহানা বেগম হেলেন এবং মনসুর মাসুদ। সোমবার অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছাস। একুশে সংবাদ ডটকম/আর/২২-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1