সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাটিং অনুশীলন ভালোই করেছে ব্যাটসম্যানরা

প্রকাশিত: ১০:৫১ এএম, অক্টোবর ২১, ২০১৪
একুশে স্পোর্টস: ব্যাটিং অনুশীলন ভালোই করেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। টেস্ট দলের ব্যাটসম্যানরা ছিলেন ব্যাট হাতে সফল।বিসিবি একাদশ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ২৫২ রান। আগের দিন ৫ ওভারের সঙ্গে সোমবার মোট ৮৫ ওভার খেলা হয়েছে। আগের দিন ১ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ । এর আগে প্রথমে ব্যাট করে ২৪১ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। ফলে ১১ রানে এগিয়ে স্বাগতিকরা, হাতে রয়েছে ৪ উইকেট। তবে ম্যাচের যা কন্ডিশন তাতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ের দিকেই এগুচ্ছে। শামসুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে নিজেকে বেশ ভালভাবেই ঝালিয়ে নিয়েছেন। ৬৯ রানের ইনিংস খেলেছেন ৯ চার ও ১ ছয়ে। তার সঙ্গে টেস্ট দলের মার্শাল আইয়্যুবও খেলেছেন ৩১ রানের ইনিংস। এ ছাড়া শুভাগত হোম ৫৩ ও তাইবুর পারভেজ ১৫ রান করে অপরাজিত থেকে দিন শেষে করেছেন। দলের অন্য ব্য্যাটসম্যানদের মধ্যে রনি তালুকদার ৪৬ ও আসিফ আহমেদ ২৩ রান করেছেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে লেগ স্পিনার নাটসাই এম’শানগিউ বল হাতে সবচেয়ে সফল। তিনি ৯৮ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া চিগুম্বুরা ও টাফাডজওয়া কামুঞ্জোজি একটি করে উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৭৬.২ ওভারে ২৪১ (রাজ্জা ৪৪, চিগুম্বুরা ৩৯, মাসাকাদজা ২৪; রানা ২/২২, নাঈম ২/৫৩)। বিসিবি একাদশ প্রথম ইনিংস : ৯০ ওভারে ২৫২/৬ (শুভ ৬৯, শুভাগত হোম ৫৩*, রনি ৪৬, তাইবুর পারভেজ ১৫*; নাটসাই এম’শানগিউ ৪/৯৫)। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1