সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা : তদন্তের নির্দেশ

প্রকাশিত: ১০:০৬ এএম, অক্টোবর ২১, ২০১৪
একুশে সংবাদ: ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে  সরকারের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে এ অভিযোগে দায়ের করা মামলায় বিকেলে এ আদেশ দেন বিচারক। শাহবাগ থানার ওসিকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়। এর আগে সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ পর্যালোচনা শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান। বাদীর পক্ষে অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি শুনানিতে অংশ নেন। মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিতকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র‌্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন? মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার এ সকল বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণীগত বিভেদও সৃষ্টি করেছে, যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1