সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল, মাস্টার্স শেষপর্ব ভর্তির ফলাফল আগামীকাল

প্রকাশিত: ১০:০৩ এএম, অক্টোবর ২১, ২০১৪
একুশে সংবাদ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ১২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ডিসেম্বর এনটিআরসিএ’র পরীক্ষা থাকায় ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এছাড়া ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির মেধাভিত্তিক ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। পরীক্ষার ফলাফল বিকেল ৪ টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপসনে গিয়ে (NUAT< space >Roll No)   টাইপ করে ১৬২২২ নাম্বারে ংবহফ করে জানা যাবে এবং রাত ৯ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions)  পাওয়া যাবে। এদিকে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩ নভেম্বর। একুশে সংবাদ ডটকম/শিলা/২০.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1