সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চালকদের দৌরাত্ম্যে দুর্ঘটনা: ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৮:৩৬ এএম, অক্টোবর ২১, ২০১৪
একুশে সংবাদ: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকালের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাথমিকভাবে বলা যায় সড়কের কারণে এ দুর্ঘটনা ঘটেনি। চালকদের দৌরাত্ম্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। গতকালের ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৩২ জন l সোমবার দিবাগত রাত ১২টার দিকে বড়াইগ্রামের রেজির মোড়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেতুমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী আহত ব্যক্তিদের বিনা মূল্যে সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার আশ্বাস দেন। ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পরে মন্ত্রী দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে বড়াইগ্রামের বনপাড়ার আমেনা হাসপাতালে যান। সেখানে তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। একজন গুরুতর আহত রোগীর সঙ্গে কথা বলে তিনি তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এ সময় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)-এর সাংসদ আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নাটোরের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1