সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রংপুরে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে

প্রকাশিত: ০৫:৪৪ এএম, অক্টোবর ২১, ২০১৪
গাইবান্ধা প্রতিনিধিঃ নগরীর সাথমাথা বাসস্ট্যান্ডে হামলা ও পিকআপ মালিক সমিতির কার্যালয় ভাংচুর মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সোমবার থেকে রংপুর সাথে লালমনিরহাট, পাটগ্র্রম, সুন্দরগঞ্জ ও পিরগাছা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রবিবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী নগরীর সাথমাতা এলাকায় রংপুর জেলা পিকআপ মালিক সমিতির অফিস ভাংচুর করে। এরপর তারা বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে সাতমাথায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। হামলায কার্যালয়ের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।প্রতক্ষদর্শীরা জানান, ওই এলাকার একদল সশস্ত্র সন্ত্রাসী রোববার রাতে নগরীর সাতমাথা এলাকায় জেলা পিকআপ মালিক সমিতির কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা অফিসের দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর করে। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগের সময় বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। পিকআপ মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার লোকজন বাসস্ট্যান্ডে ভাংচুর ও পিকআপ মালিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল জানান বাস ভাংচুর, ও শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করার প্রতিবদে গতকাল সোমবার থেকে রংপুর সাথে লালমনিরহাট, পাটগ্র্রম, সুন্দরগঞ্জ ও পিরগাছা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের বন্ধ করে দেওয়া হয়েছে। এই চারটি রুটে মোট শ্রমিকদের আকশিক ধর্মঘটের কারনে শত শত যাত্রী চরম দূর্ভোগে পড়েছেন। ধর্মঘট নিরশনের জন্য প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।     একুশে সংবাদ ডটকম/মোঃছাদেকুল ইসলাম রুবেল/২১.১০.১৪।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1