সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোর দূর্ঘটনা : লাখ টাকা পাবে নিহতদের পরিবার

প্রকাশিত: ০৩:৪৩ এএম, অক্টোবর ২১, ২০১৪
একুঃশে সংবাদ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা ও আহতদের চিকিৎসার খরচ বহন করার ঘোষণা দিয়েছেন। সোমবার গভীররাতে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল রাস্তার রেজির মোড়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, ‘যারা আহত আছেন তাদের কিভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ওবাইদুল কাদের নাটোর সদর হাসপাতালে আহতদের দেখতে যান। সেখানে তিনি আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী নাটোরের গুরুদাসপুরের সিধূলী গ্রামে রওনা দেন। সেখানে ৬ সহোদরসহ একই গ্রামের ১২ জনের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২টা ২০ মিনিটে মন্ত্রী সিধূলী গ্রামের পথে আছেন। সেখান থেকে ফিরে তিনি টাঙ্গাইলে রাত্রীযাপন করবেন বলে জানিয়েছেন নাটোর পুলিশ সুপার বাসুদেব বণিক। উল্লেখ্য : সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কেয়া পরিবহনের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এফরান/২১.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1