সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোর দুর্ঘটনা : প্রধানমন্ত্রীর শোক,তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০১:৪৮ পিএম, অক্টোবর ২০, ২০১৪
একুশে সংবাদ : নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের  প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিদেশ দেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আরও শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। এ সড়ক দূর্ঘটনায় একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে তিন সদস্যের সমন্বয়ে এ  তদন্ত কমিটি গঠন করা হয়।   কমিটির অন্য দুই সদস্য হলেন- নাটোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএর সহকারী পরিচালক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।   সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কেয়া পরিবহনের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।হতাহতের সংখ‌্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ।   একুশে সংবাদ ডটকম/এফরান/২০.১০.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1