সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০১:৪৫ পিএম, অক্টোবর ২০, ২০১৪
একুশে সংবাদ: নেত্রকোনায় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হত্যা মামলায় ২ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে এ রায় দেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মো. রুহুল আমিন মিলন ও মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ গ্রামের মো. রফিকুল ইসলাম মোখলেছ। খালাসপ্রাপ্তরা হলেন জুলহাস, খায়রুল বাশার ও জাহাঙ্গীর কবীর। মামলার এজাহারে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার নলজুড়ি গ্রামের হাকিম উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান পরিবার পরিজন নিয়ে ময়মনসিংহে বসবাস করতেন। তিনি অভিযুক্ত আসামিদের সঙ্গে খালিয়াজুরী উপজেলার উড়িবিল জলমহালে মাছের ব্যবসা করতেন। মাছ ধরা ও মাছ বিক্রির টাকা নিয়ে আসামিদের সঙ্গে সিদ্দিকুর রহমানের মতবিরোধ দেখা দেয়। এরই জের ধরে ২০০৩ সালে ৯ অক্টোবর সিদ্দিকুর রহমানকে আসামিরা হত্যা করে সাতমা ধলাই নদীতে লাশ ফেলে দেয়। পরদিন সকালে লাশ জেলেদের জালে ধরা পড়ে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় ১০ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারক আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1