সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রথম কার্যদিবসেই সূচক নিম্নমুখী

প্রকাশিত: ০৭:৩৯ এএম, অক্টোবর ১৯, ২০১৪
একূশে সংবাদ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনেও মন্থরগতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৯৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ২৩৭ পয়েন্টে স্থির হয়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। এ সময় লেনদেন হয়েছে মোট এক হাজার ১১৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- যমুনা অয়েল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, ফ্যামিলিটেক্স, ডেল্টা লাইফ, পেনিনসুলা, মেঘনা পেট্রোলিয়াম ও বিএসসি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৯ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৯৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট কমে ১৬ হাজার ২৮৩ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। একূশে সংবাদ ডটকম/আর/১৯-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1