সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লন্ডনে বাংলাদেশি সংগঠন 'ড্রাইভার্স অ্যাসোসিয়েশ'র ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ০৬:০১ এএম, অক্টোবর ১৮, ২০১৪
একুশে সংবাদ : পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। নাজমা ঝুমা ও সাজিয়া স্নিগ্ধায় উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার এক্সিকিউটিভ মেয়র লুতফুর রহমান। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার রেজিস্টার্ড আছেন প্রায় সাড়ে আট হাজারের মতো। ব্যক্তিগত ও সমবায় এবং অন্যান্য উদ্যোগে আরো কিছু মিনিক্যাব ড্রাইভার রয়েছেন। সে সব মিলিয়ে লন্ডনে দশ হাজারের মতো আছেন। টিএলএফ রেজিস্ট্রেশনভুক্ত বাংলাদেশি ৮ হাজার ৫০০ ট্যাক্সি ড্রাইভার লন্ডনে কর্মরত। পুরো ব্রিটেন ধরলে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। কেননা বার্মিংহাম, ম্যানচেস্টার, ব্রাডফোর্ড, নিউক্যাসল, লিডসে এখন প্রচুর বাংলাদেশি মিনিক্যাব চালিয়ে থাকেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন এম এ সালাম। এর পর কোরআনের আলোকে বক্তব্য রাখেন আল কোরআন একাডেমির মাওলানা শফিকুর রহমান। এরপর মঞ্চে আসেন সংগঠনের সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন। তার পরপরই ১২ সদস্যের নতুন কার্যকরী কমিটিকে মঞ্চে নিয়ে অতিথিদের ও শুভানুধ্যায়ীদের সম্মুখে পরিচয় করিয়ে দেন সংগঠনের সিইও সাদেক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুতফুর রহমান বলেন, আমার অনেক বন্ধু, বান্ধব, আত্মীয় এই মিনিক্যাব চালিয়ে থাকেন। আমি এতে গর্ব অনুভাব করি। একজন বাংলাদেশি হিসেবে যারা পরিশ্রম করে সৎ উপায়ে জীবিকা উপার্জন করছেন, পরিবার-পরিজন লালন পালন করছেন, ব্রিটেনের অর্থনীতিকে মজবুত করছেন ট্যাক্সসহ অন্যান্য কর পরিশোধের মাধ্যমে, সঙ্গে সঙ্গে দেশের আত্মীয় স্বজনকেও দেখাশুনা করছেন। মেয়র বলেন, আমি আনন্দিত হয়েছি, আপনাদের এই সম্মেলন ও সম্প্রীতি দেখে, আপনাদের চ্যারিটিমূলক কার্যক্রমের কথা শুনে। মেয়রের বক্তব্যের পরেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুর রহমান। এরপর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মঞ্চে গান পরিবেশন করেন সালমা আখতার, মহীউদ্দিন জিলু, শম্পা দেওয়ান, মিতু এবং অন্যরা। উপস্থিত আমন্ত্রিত অতিথি ও অ্যাসোসিয়েশনের সদস্য সকলেই গান উপভোগ করেন আনন্দ ও উৎসাহ নিয়ে। একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা গেছে। মহীউদ্দিন জিলু যখন গাইছিলেন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ- তখন সদস্য স্রোতা অতিথি সকলেই সমস্বরে গুন গুন করে গেয়ে চলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকলকে রাতের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। আর থেমে থেমে মঞ্চে গানও চলছিল। একুশে সংবাদ ডটকম/আর/১৮-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1