সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আসছে বিজয়ের নতুন সংস্করণ

প্রকাশিত: ০৬:৫১ এএম, অক্টোবর ১৭, ২০১৪
একুশে সংবাদ: কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়ের নতুন সংস্করণ প্রস্তুত। বিজয় একাত্তর ৪ নামের এ সংস্করণটি ১৬ ডিসেম্বর বাজারে ছাড়া হবে। নতুন এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন টাইপোগ্রাফিসহ নানা নতুন ফিচার। আসকিকোড এবং ইউনিকোড এনকোডিং সুবিধাসহ এটি কোয়ার্ক ফটোশপ-ইলাস্ট্রেটর সব সফটওয়্যারে ইউনিকোড সাপোর্ট করবে। এতে নতুন ১০০টি বাংলা ফন্টও যুক্ত করা হয়েছে। সঙ্গে রয়েছে কনভার্টার এবং বিশেষায়িত ফন্ট। সফটওয়্যার প্রণেতা মোস্তাফা জব্বার জানান, ভার্সনটি উইন্ডোজ ৮ ও ১০ এবং সম্পূর্ণ ইউনিকোড কম্পাটিবল করা হয়েছে। এছাড়া লিনাঙ্ ও অ্যান্ড্রয়েড সংস্করণের সঙ্গেও কম্পাটিবল করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে বিজয়ের রজতজয়ন্তীতে সফটওয়্যারটিতে উইন্ডোজের জন্য যুক্ত করা হয়েছে বিজয় একাত্তর প্রো। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/মামুন/১৭.১০.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1