সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব

প্রকাশিত: ০৭:৩২ এএম, অক্টোবর ১৫, ২০১৪
একুশে সংবাদ : ‘মঞ্চের সত্য হোক আমাদের অভিন্ন প্রত্যয়’ শ্লোগান সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি, স্থানীয় নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকা-কে গতিশীল করার লক্ষ্যে ১৭ অক্টোবর থেকে পহেলা নভেন্বর পর্যন্ত এ নাট্যোৎসবের আয়োজন করেছে একাডেমী কর্তৃপক্ষ। শিল্পকলা একাডেমীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বিশেষ অনুপ্রেরণায় ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা মিলনায়তনে নাটক মঞ্চায়নের পাশাপাশি, সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে মুক্তনাটক, নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনাও অনুষ্টিত হবে। ১৭ অক্টোবর বিকেল ৫টায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবে অরিন্দম নাট্য সম্প্রদায়- দুতিয়ার চাঁন, সমীকরণ থিয়েটার-ময়না, নান্দীমুখ- তবুও মানুষ, লোক থিয়েটার- ভল্লুক, নাট্যাধারা- শিখন্ডী কথা, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম- অন্তর্দাহ, অঙ্গন থিয়েটার ইউনিট- নিবারণের স্বপ্ন স্বদেশ, উত্তরাধিকার-মৃত্যুপাখি, গনায়ন নাট্য সম্প্রদায়-মুক্তধারা, নান্দীকার- কোর্ট মার্শাল, কথক থিয়েটার- গন্তব্য, কথক নাট্য সম্প্রদায়-অতি সাধারণ চিকিৎসক, অনন্য থিয়েটার- ভুত, প্রতিনিধি নাট্য সম্প্রদায়-সলিউশন এক্স, তির্যক নাট্য গোষ্ঠী- নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপাটরী নাট্যদল- কানার হাটবাজার নাটক মঞ্চায়ন করবে। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1