সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লেনদেনের শুরুতে সূচকের পতন

প্রকাশিত: ০৫:২৫ এএম, অক্টোবর ১৫, ২০১৪
একুশে সংবাদ : লেনদেনের শুরুতে ছিল সূচকের পতন। দীর্ঘদিন ঊর্ধ্বমুখী বাজার থাকার পর সংশোধন বা মুনাফা উঠিয়ে নেয়ার পরিস্থিতি বাজারের লেনদেন ও সূচকে উপস্থাপিত হলেও, লেনদেনে শেষ দেড় ঘণ্টায় ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। তিন সূচকের মধ্যে প্রধান সূচকের পতন হলেও বাকি দুই সূচক ছিল ঊর্ধ্বমুখী। আর এমন অবস্থাতেও লেনদেন ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকায়। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৬টি কোম্পানির ২৫ কোটি ৩৫ লাখ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৯৭ কোটি ৫২ লাখ, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ৭৮ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ১৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫২৯২ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক দশমিক ৮৪ পয়েন্ট কমে ১৯৯৩.২৭ পয়েন্ট ও ডিএসইএক্স শরিয়া সূচক ২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১২৪০ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির। লেনদেন হয়েছে ৬৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, ডেসকো লিমিটেড ও পিপলস লিজিং। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১০-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1