AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টমেটো চাষে লাভবান নেত্রকোণার কৃষকরা


টমেটো চাষে লাভবান নেত্রকোণার কৃষকরা

গত বছরের তুলনায় চলতি মৌসুমে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার টমেটো চাষিরা। তারা বলছেন, গত বছরের ক্ষতি পুষিয়ে এবার লাভের মুখ দেখছেন।

 

কৃষকরা জানান, গত বছর টমেটো চাষে বিপর্যয় দেখা দিয়েছিল। এতে কৃষকরা টমেটো চাষে আগ্রহ হারিয়ে ফেলছিলেন। অনেকে আবাদের খরচই তুলতে পারেনি। এ বছর টমেটোর ফলন বেশি পাওয়ায় গত বছরের ক্ষতিও পুষিয়েছেন বলে জানান টমেটো চাষিরা।

 

তারা বলেন, এ বছর শুরু থেকেই টমেটোর ফলন বেশি, দামও দ্বিগুণ পেয়ে খুশি এখানকার কৃষকরা।

 

উপজেলার কান্দিউড়া ইউনিয়নের টমেটো চাষি মাকছুম মিয়া বলেন, গত বছর টমেটো চাষ করে অনেক লোকসান গুনতে হয়েছিল। এ বছর বাজারে টমেটোর দাম ভালো। বছরের শুরুতেই লাভ পেয়েছি। টমেটোর সাইজ বড় বড়। প্রতি মণ ১৬ থেকে ১৮শ’ টাকায় শুরুতেই বিক্রি করেছি। এখনো ক্ষেতে যা আছে তাতে আরও বেশি লাভবান হবো। এতে খরচের দ্বিগুণ টাকা লাভ হবে বলে আশা করছি।

 

অপর এক চাষি চিরাং ইউনিয়নের হুসেন মিয়া বলেন, আমি গত বছর টমেটো চাষ করেছিলাম। তাতে গাছের অবস্থা খারাপ ছিল। ফলন ভালো হয়নি অনেক গাছ মরে গিয়েছিল। বাজারে দামও কম ছিল। লাভ হয়নি লোকসান হয়েছিল। এ বছর আমি টমেটো বারি ৪, বারি ৫ ও টিপু সুলতান জাতের টমেটো বীজ বপন করায় গাছ ভালো হয়েছে। গত বছরের চেয়ে এ বছর গাছে ফলনও বেশি হয়েছে। বাজারে দাম বেশি তাই লাভবান হয়েছি।

 

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবির বলেন, টমেটো আবাদে অল্প ব্যয়ে লাভ বেশি এজন্য কৃষকদের মধ্যে টমেটো চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এ বছর টমেটো আবাদ করে কৃষকরা খুবই খুশি। কারণ এ বছর ফলন বেশি হয়েছে। বাজারে টমেটোর চাহিদা রয়েছে এবং বাজারে দামও বেশি।

 

একুশে সংবাদ/আ.গো.প্রতি/পলাশ

Link copied!