AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হালুয়াঘাটে সরিষার বাম্পার ফলন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩১ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২০
হালুয়াঘাটে সরিষার বাম্পার ফলন

ময়মনসিংহের হালুয়াঘাটে বাম্পার ফলনে যাচ্ছে সরিষা। এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। সরিষা ক্ষেতে ইতিমধ্যে বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। 

উপজেলায় এবার জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলে ফুলে মধু আহরণে ভিড় করছে দলবদ্ধ মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এবার উপজেলায় ১৪শ ৬০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে বারি-১৪ জাতের ভালো মানের সরিষার বীজ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে সরিষার বীজ বোপন করার ভালো সময়। প্রতিটি সরিষার জীবনকাল ৮০ থেকে ৯০ দিন হয়ে থাকে। এখন সব সরিষা ক্ষেতে বীজ চলে এসেছে। ২৫ জানুয়ারির মধ্যেই সরিষা কৃষক ঘরে তুলতে পারবে বলে জানান। 


স্বদেশী ইউনিয়নের নাশুল্লা গ্রামের সরিষা চাষি জামাল হোসেন বলেন, গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর দুই বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। আশা করছি ন্যায্য মূল্য পেলে আমরা এবারও লাভবান হবো।

নাশুল্লা গ্রামের আরেক চাষি আবুল কালাম বলেন, এবার দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবো।

নাশুল্লা গ্রামের কৃষক আনারুল বলেন, এবার সব কৃষকের জমিতেই ভালো ফুল শেষে তরতাজা বীজ আসতে শুরু করেছে। এতে ভালো ফলনের আশা করছেন তারা। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন। 

হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, সরিষা চাষে ৭৫৫ হেক্টর জমিতে এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিলো। কৃষকরা গত বছর ভালো মূল্য পাওয়ায় ও আমাদের কৃষি অফিস থেকে ১৪শ ৬০ জন কৃষককে বিনামূল্যে ভালো জাতের বীজ দেওয়ায় এবার সরিষার চাষাবাদ বেড়েছে। 

আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে ৯৬৫ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। এবার আবহাওয়া খুবই ভালো। কুয়াশা খুবই কম। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশাকরছি আগামী বছর সরিষা চাষ আরো বৃদ্ধি পাবে।যে কারনে ময়মনসিংহের হালুয়াঘাটে বাম্পার ফলনে যাচ্ছে সরিষা।

একুশে সংবাদ/তা.ক/এস
 

Link copied!