AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাফুফেকে নিয়ে ‘কটূক্তি’, ১০ ফেসবুক আইডি পর্যবেক্ষণে


Ekushey Sangbad

০৭:২৮ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০২০
বাফুফেকে নিয়ে ‘কটূক্তি’, ১০ ফেসবুক আইডি পর্যবেক্ষণে

একুশে সংবাদ : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে ফুটবল ভক্তদের মাঝে। আগামী চার বছরের জন্য কার কাঁধে উঠবে নেতৃত্বের ভার সেই আলোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। অনেকেই আবার কুরুচিপূর্ণ মন্তব্য, কটুক্তি করছেন। যারা বাফুফেকে নিয়ে মিথ্যা, বানোয়াট কিংবা মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ফুটবল ফেডারেশন। -খবর আমাদের সময়ের মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার কথা দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন বাফুফের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমএইচ তানভীর। তিনি জানিয়েছেন, এরইমধ্যে বাফুফেকে নিয়ে কটূক্তি করা ১০টি আইডি শনাক্ত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুঠোফোনে তানভীর বলেন, ‘আমরা ১০টা আইডি শনাক্ত করে পর্যবেক্ষণে রেখেছি, যারা এই ধরনের অপরাধগুলো করছে, বাফুফের ফেসবুক পেইজগুলোতে এসে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করে। তারা যেহেতু এখানে এসে মন্তব্য করে এ জন্য আইডিগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই আইডিগুলো সাইবার ক্রাইম ইউনিটে দেওয়া হয়েছে।’ বাফুফের ফেসবুক পেইজে মন্তব্য করা ছাড়াও কয়েকটি ফেসবুক গ্রুপও বাফুফের ছবি-লোগো ব্যবহার করে অপপ্রচার চালচ্ছে বলে জানিয়েছেন বাফুফের এই আইন উপদেষ্টা। এগুলোও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বাফুফের স্পষ্ট বক্তব্য হচ্ছে, ফুটবল ফেডাররেশনের নাম ব্যবহার করে বাজে মন্তব্য করা যাবে না। তানভীর বলেন, ‘ফেসবুকে বাফুফের নাম, লোগো ও ছবি ব্যাবহার করে বাজে মন্তব্য করছে। এ ক্ষেত্রে বাফুফের বক্তব্য হচ্ছে তুমি যা খুশি করার করো কিন্তু বাফুফের নাম লোগো ও ছবি ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা স্বায়ত্ত্বশাসিত আলাদা প্রতিষ্ঠান এখন আপনি যদি বাফুফেকে নিয়ে অপপ্রচার করেন সেটা বহির্বিশ্বে খারাপ দেখায়।’ সবাইকে গঠন মূলক সমালোচনার আহ্বান জানিয়ে তানভীর আরও বলেন, ‘এ জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা গঠনমূলক সমালোচনা করেন। ভালো একটা পরামর্শ দেন কোনো সমস্যা নেই। কিন্তু বাফুফে শব্দ ব্যবহার করবেন না। বাফুফে শব্দটা ব্যবহার করলে কী হয় এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলে যায়।’ বাফুফের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, গণমাধ্যম ও ডিএমপি'র সাইবার ক্রাইম ইউনিটে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট তানভীর। পাঁচ পৃষ্ঠার লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো ব্যবহার করে কোনো মিথ্যা, কুরুচিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক ও অপমানজনক পোস্ট, বিবৃতি ও ভিডিও বার্তা প্রদান করলে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একুশে সংবাদ/এআরএম/স/২৭/০৯/২০২০
Link copied!