AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?


Ekushey Sangbad

০৫:১০ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২০
নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?

একুশে সংবাদ : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার বান্ধবী রিয়া চক্রবর্তীসহ বলিউডের একাধিক নায়িকার মাদক সংশ্লিষ্টতা নিয়ে কথা উঠেছে। সর্বশেষ এ তালিকায় নাম যুক্ত হয়েছে বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোনের নাম। আর একের পর এক নায়িকাকে মাদকের সঙ্গে জড়িয়ে নানা জল্পনার বিষয়ে চটেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মাদকের সঙ্গে নায়িকাদের জড়িয়ে যে কথাবার্তা শুরু হয়েছে, তা নিয়ে টুইট করেন মিমি। টুইটে মিমি লেখেন, ‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান ওদের রক্ষা কর?’ আন্দবাজারকে মিমি বলেন, ‘কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়, সুন্দরী হয়, অভিনেত্রী হয়-তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? নায়কেরা কি ধোয়া তুলসীপাতা?’ ভারতের এ সাংসদ বলেন, ‘করোনা ভ্যাকসিন, কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদক যোগের প্রসঙ্গ এনে মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে বর্তমান সরকার।’ দীপিকাকে নিয়ে মিমি চক্রবর্তী বলেন, ‘আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না। তবে আমি জানি, একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম, ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে।’ মিমি জানান, মাদক সম্পৃক্ততা নিয়ে তদন্ত যদি করতেই হয়, তাহলে আইনতভাবেই হোক। বেছে বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন? তিনি বলেন, ‘সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানল যে, বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনো কথা তো ওঠেনি, কেন?’ একুশে সংবাদ/এআরএম/আ.স/২৬/০৯/২০২০
Link copied!